উত্তরবঙ্গে এন জে পি স্টেশনে আটক দুই রোহিঙ্গা যুবতী ও এক যুবক
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি,২৯ মেঃ শিলিগুড়ির এনজেপি স্টেশনে ধরা পড়ল দুই রোহিঙ্গা।পাশাপাশি অসমের এক যুবককেও গ্রেফতার করা হয়েছে।ধৃত দুই যুবতীর নাম রুকিয়া(২১) এবং আজিদা(২০) ও যুবকের নাম জাহিরুল ইসলাম(২০)।
শনিবার সকালে এনজেপি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে দুই যুবতী এবং এক যুবককে ধরা হয়।তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই দুই যুবতী বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে এবং অসমের ওই যুবকের সঙ্গে তাদের যোগাযোগ হয় এবং তাদের ট্রেনে করে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল।
যুবতীদের জিজ্ঞাসাবাদ করে আরও জানা গিয়েছে যে, তাদের কলকাতায় কাজ দেওয়ার নাম করে ওই যুবক নিয়ে যাচ্ছিল।জিআরপি ও আরপিএফ এর তরফে ধৃতদের এনজেপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।ইতিমধ্যেই পুলিশের তরফেও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন