মাদক সহ আটক পাচারকারী
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ২৯ মেঃ ১৭ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ।গ্রেফতার ব্যক্তির নাম দিলীপ রায় ওরফে বুধরু।সে মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা। জানা গিয়েছে, গতকাল রাতে ভক্তিনগর থানার আইসি ওমরেশ সিংহ এর নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ গান্ধীনগরে অভিযান চালায়।সেইসময় এলাকায় সন্দেহজনকভাবে এক ব্যক্তির তল্লাশি নেয় পুলিশ।তল্লাশি চালিয়ে ব্যক্তির কাছ থেকে ২৫৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ।এরপরই অভিযুক্তকে এনডিপিএস অ্যাক্ট এর আওতায় গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে অভিযুক্ত দিলীপ রায় মাদক পাচারকারী।শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় মাদক পাচার করত সে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন