শিলিগুড়ির ট্র্যাফিক বুথ স্যানিটাইজ করল ইষ্ট বেঙ্গল ফ্যান ক্লাব
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ২৯ মেঃ করোনা পরিস্থিতিতে সংক্রমণ রুখতে উদ্যোগ গ্রহণ করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা।আজ শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের পক্ষ থেকে স্যানিটাইজ করা হল শিলিগুড়ির বিভিন্ন ট্রাফিক বুথ।জানা গিয়েছে, এদিন হাসমি চক, জলপাইমোড়, পানিট্যাঙ্কি মোড়, জংশন ট্রাফিক বুথ সহ শিলিগুড়ি থানা স্যানিটাইজ করা হয়।শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সহ-সম্পাদক স্বস্তিক সাহা বলেন, এর আগে ফুটবল কোচিং সেন্টার গুলি স্যানিটাইজ করা হয়েছিল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন