করোনা আক্রান্তদের জন্য দুর্গাপুজো কমিটির বিনামূল্যে আরও একটি ২৪ ঘন্টার অক্সিজেন পার্লার বেহালাতে
সমীরণ দাস, কলকাতা , ২৯ মেঃ করোনা দ্বিতীয় পর্যায় বহু মানুষ মারা গেছেন অক্সিজেনের অভাবে। দেশের মধ্যে শুরু হয়েছে অক্সিজেনের আতঙ্ক। আর এই আতঙ্কের থেকে মুক্তি পেতে বাংলার বিভিন্ন স্থানে তৈরী হয়েছে অক্সিজেন পার্লার। প্রয়োজনে মানুষ এই পার্লারে গিয়ে নিতে পারেন অক্সিজেনের সুবিধা। অক্সিজেনের অভাবে স্বজন বিয়োগের ব্যথা বুকে নিয়ে তৈরি হয়েছে "একটু শ্বাসের আশ্বাস"। বেহালা জয়রামপুর বটতলা সর্বজনীন দুর্গাপূজা কমিটি চালু করেছেন অক্সিজেন পরিষেবা। ইতিমধ্যে বহু মানুষ উপকৃত এই পরিষেবা পেয়ে। যেখানে রেড ভলেন্টিয়ার্সদের নাম আমরা বহুবার দেখেছি কিন্তু নি:শব্দে একটি সার্বজনীন পূজা কমিটি বিনোদনের কথা বাদ দিয়ে সেবা দিয়ে চলেছেন। রান্না করা খাবার বহু প্রতিষ্ঠান দিচ্ছেন কিন্তু "একটু শ্বাসের আশ্বাস" দিচ্ছেন এইপুজা কমিটি দীপাঞ্জন সেনগুপ্তের নেতৃত্বে। ভুলু, সমীর , সাবা, কার্তিক এক ডাকে হাজির হচ্ছেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়ীতে বাড়ীতে।এলাকার মানুষ খুশী এই পরিষেবা পেয়ে।
বেহালায় করোনা প্রথম পর্যায়ে প্রভাব দ্বিতীয় বারের তুলনায় ছিলো অনেক কম। দ্বিতীয় পর্যায়ে অক্সিজেনের অভাবে মৃত্যু এক আতঙ্কের সৃষ্টি করে জনমানসে। এই সংকট থেকে মুক্তি পেতে l বেহালার ১২৯ ওয়ার্ডের অরবিন্দ পল্লীতে শুরু হলো ২৪ঘন্টার জন্য চার শয্যার অক্সিজেন পার্লার সম্পূর্ন বিনামূল্যে। চারজন বিশেষজ্ঞ ডাক্তার বাবু এবং প্রশিক্ষিত নার্সদের তত্বাবধানে এই অক্সিজেন পার্লার চালু হয়েছে ক্লাব প্রাঙ্গণে। অরবিন্দ পল্লী ক্লাবের সাথে এই প্রচেষ্টায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মোট ছয়টি স্বেচ্ছাসেবী সংগঠন । আরও একবার সমাজসেবী বেহালার মানুষের মুখ ভেসে উঠলো এই প্রচেষ্টার মাধ্যমে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন