কেন্দ্রীয় সরকারের ৭ বর্ষ পূর্তিতে সাংসদের দান অক্সিজেন কন্সেন্ট্রটর

 

কেন্দ্রের বিজেপি' সরকারের সপ্তম বর্ষ পূর্তিতে সাংসদ উত্তরবঙ্গ মেডিকেল কলেজকে দিলেন করোনা যুদ্ধে লড়াই এর জন্য  অক্সিজেন কন্সেন্ট্রটর ,মাস্ক 



সজল দাশগুপ্ত , দার্জিলিং , ৩০ মেঃ  কেন্দ্র সরকারের সাত বছর পূর্তি উপলক্ষে দার্জিলিং জেলার সংসদ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের হাতে অক্সিজেন কন্সেন্ট্রটর এবং মাক্স তুলে দিলেন দার্জিলিং জেলার সংসদ রাজু বিস্ত রবিবার দিন সকালে। দার্জিলিং জেলার সংসদ এর সাথে উপস্থিত ছিলেন অন্যান্য বিধায়কেরা। দার্জিলিং জেলার সংসদ রাজু বিস্ট জানান কেন্দ্রে বিজেপি সরকারের সাত বছর পূর্ণ হয়েছে। যদিও এই সময়টা  আনন্দের সময় না। এই সময় হল দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করা। তাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কে মাস্ক ও অক্সিজেন কন্সেন্ট্রটর  দেওয়া হয়। ইতিমধ্যে প্রায় এক কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দার্জিলিং জেলার বিভিন্ন হাসপাতালে দেওয়া হয়েছে। জানা গিয়েছে প্রায় ২ লক্ষ মাস্ক দার্জিলিং জেলার সংসদ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এর হতে তুলে দেন।

মন্তব্যসমূহ