উত্তর-পূর্ব ভারতের প্রথম স্থল বন্দর দিয়ে চালু হল আমদানি-রপ্তানীর কাজ

 চালু হল উত্তর-পূর্ব ভারতের প্রথম স্থল বন্দর


কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি,২৯ মেঃ এনজেপি সংলগ্ন ভোলামোড় স্থিত স্থলবন্দরে   আনুষ্ঠানিকভাবে শুরু হল আমদানি-রপ্তানির কাজ। ১২টি কামরা নিয়ে একটি রেলের রেক রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে।উত্তর-পূর্ব ভারতের প্রথম স্থল বন্দর এটি।মূলত এই বন্দরের মধ্য দিয়ে সরাসরি অন্যান্য রাজ্য সহ পার্শ্ববর্তী দেশগুলিতে স্বল্প খরচে ও অল্প সময়ে পাঠানো যাবে বিভিন্ন দ্রব্য।২০২০ সালে এই স্থল বন্দর নির্মিত হলেও বিভিন্ন সরকারী নিয়মের জটিলতায় আটকে ছিল আমদানি-রপ্তানির কাজ।অবশেষে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চালু হল সেই আমদানি-রপ্তানির কাজ।সংস্থার ম্যানেজার মহম্মদ আলম খান জানান, এখন থেকে সপ্তাহে দুটি করে ট্রেন সরাসরি দ্রব্য আমদানি-রপ্তানি করবে।আগামীতে এর সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।

মন্তব্যসমূহ