এভারেস্টে করোনা
নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ২৩ এপ্রিলঃ করোনা এর দ্বিতীয় ঢেউ তে কাপছে গোটা বিশ্ব,কিছুতেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না করোনা মহামারী কে। এ বার করোনা থাবা বসালো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এ,ঘটনা প্রসঙ্গে জানা গেছে এক পর্বত আরোহীর শরীরে করোনা ভাইরাস এর হদিস মিলছে।এতদিন করোনা কালেও পর্বত আরোহণ এ কোনো বাঁধা ছিল না ।সম্প্রতি এক পর্বত আরোহীর পর্বত আরোহণ এর সময় শ্বাসকষ্ট এর সমস্যা হয়,তৎক্ষণাৎ তাকে নেপালের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেওয়া হয়।এর পর তার করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজেটিভ আসে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন