প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎ বিহীন গোটা গ্রাম , বিক্ষোভ বিদ্যুৎ সরবরাহ দপ্তরে

 


দিনে তিন থেকে চার ঘণ্টা করে বিদ্যুৎ না থাকার অভিযোগে বিক্ষোভ বিদ্যুৎ সরবরাহ দপ্তরে   



 নিজস্ব সংবাদদাতা ,  শিলিগুড়ি , ৩০ এপ্রিলঃ গোগড়া বিদ্যুৎ সরবরাহ দপ্তরে  বিক্ষোভ দেখালেন কোতুলপুর এলাকার বেশ কিছু মানুষজন। তাদের দাবি দীর্ঘ দশ বছর ধরে তাদের এলাকায় বিদ্যুৎ সমস্যা আছে। বার বার বিদ্যুৎ সরবরাহ দপ্তরে  অভিযোগ করা হলেও তার সমাধান করা হইনি। কোতুলপুরের ওই তিনটি গ্রাম হল জোলিঠ্যা, দাসপাড়া ও বোস্টমপাড়া। ওই তিনটি গ্রামে পানাহার ফিডার থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তাদের অভিযোগ দিনে তিন থেকে চার ঘণ্টা করে কারেন্ট থাকছে না। এই সমস্যা দীর্ঘদিনের চলে আসছে। যেন নিত্য সঙ্গী হয়ে পড়েছে এই সমস্যা। এই অভিযোগ ও দীর্ঘদিন জানিও এই সমস্যা কোন সমাধান হচ্ছে না এই সমস্যা বিগত ১০ বছর ধরে হয়ে আসছে। তাই কোতুলপুর এর ওই এলাকার তিনটি গ্রামের বেশ কিছু সংখ্যক বাসিন্দা আজ আরও একবার তাদের সমস্যা নিয়েবিদ্যুৎ সরবরাহ দপ্তরে  অভিযোগ করেন। ও তার দ্রুত সমাধানের জন্যও আবেদন করেন। তারাবিদ্যুৎ সরবরাহ দপ্তরে  দরখাস্ত জমা করতে এলে সেই সময়ে কোন আধিকারিকের দেখা পাননি , ঠিক সময়ে দেখা পেলেন না এস এস এরও  ,বলে অভিযোগ । যদিও গ্রামবাসীরা অপেক্ষা করতে থাকেন । আধিকারিকরা  অফিসে আসেন  নির্ধারিত সময়ের অনেক পরে। এমনই দাবি করেন গ্রামবাসীরা। তারপর গ্রামবাসীরা এস এস কে তার দাবি ও অভিযোগ সম্পর্কে জানান। এস এস তাদের দাবি পূরণের আশ্বাস ও দেন।

মন্তব্যসমূহ