সেনাবাহিনীতে চাকরি দেবার নাম করে টাকা নেবার অভিযোগ

 

সেনাবাহিনীতে চাকরি দেবার নামে প্রতারণা , আটক ২ প্রতারক 



নিজস্ব সংবাদদাতা ,  শিলিগুড়ি,৩০ এপ্রিলঃ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ।ঘটনায় এক মহিলা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বাগডোগরা থানার পুলিশ।অভিযুক্তদের নাম অজয় টোপ্পো ও রাখি বিশ্বকর্মা।রাখি বিশ্বকর্মাকে বাগডোগরার পুটিমারি এবং অজয় টোপ্পো গোসাইপুর মোড় থেকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, সম্প্রতি চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে একটি দল।বাগডোগরা এবং তার পার্শ্ববর্তী এলাকার চা বাগানগুলির বেকার যুবক-যুবতিদের সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হচ্ছে।এই বিষয়ে বাগডোগরা থানায় অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অজয় টোপ্পো ও রাখি বিশ্বকর্মাকে গ্রেফতার করে পুলিশ।আজ ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।

মন্তব্যসমূহ