করলার উপযুক্ত দাম না পেয়ে বিক্ষোভ চাষিদের

 

করলার উপযুক্ত  দাম পাচ্ছেন না কৃষকরা , পাইকারি হাটে  করলা ফেলে বিক্ষোভ উত্তরবঙ্গে  



নিজস্ব সংবাদদাতা , ময়নাগুড়ি , ২০ এপ্রিলঃ  মঙ্গলবার ময়নাগুড়ি বাইপাস উপ বাজারে  হাটে কৃষকদের নিয়ে আসা,  করলা বাজারে দাম না পেয়ে হাটের মধ্যে করলা ফেলে বিক্ষোভ দেখান কৃষকরা তাদের দাবি তাদের উৎপাদিত সবজি নিচ্ছেনা পাইকাররা তারই প্রতিবাদে এই কর্মসূচি সেই সঙ্গে কৃষকরা জাতীয় সড়কে করলা  ফেলে রাস্তা অবরোধ করে বলে  হুমকি দেন পরে কৃষকরা ।

 কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল রাস্তায় ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন ,  সেইসঙ্গে বহিরাগত যারা পাইকার , তাদের সাথে,  কৃষকদের প্রায় হাতাহাতি লেগে যায় । তাদের পক্ষ থেকে একটা টোটো এবং একটা মোটরসাইকেল ভাঙচুর হয় । হাটের পাইকারদের অভিযোগ , বিহারে একটি অনুষ্ঠান থাকার কারণে বিহারে মাল যাচ্ছে না , সেই কারণে পাইকাররা কম করে মাল কিনেছেন , তাদের আরো অভিযোগ , তাদের   কেনা মাল কৃষকরা রাস্তায় ফেলে দিয়েছে ।  বচসা বাধে কৃষক ও পাইকারদের মধ্যে ,  এলাকা  রন ক্ষেত্রের,  রূপ নেয় পরে পুলিশ এসে পরিস্থিতির  সামাল দেয়।

মন্তব্যসমূহ