বেপরোয়া মনোভাব , আর অসেচতনতাই আজ করোনাকে আজ আমাদের দুয়ারে মৃত্যুর হাতছানি দিতে সাহায্য করেছে

 

আমাদের অসেচতনাতাই আজ করোনাকে এভাবে বাড়তে  স্বাগত জানিয়েছে 



সজল দাশগুপ্ত , কলকাতা , ২৩ এপ্রিলঃ  দুই হাজার কুড়ি সালের মার্চ মাসের শেষ থেকে সমগ্র দেশজুড়ে লকডাউন শুরু হয়েছিল ভয়াবহ মহামারী করোনা কে আটকাতে। যার ফলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে, দেশজুড়ে লকডাউন এর কারণে সেপ্টেম্বর মাস থেকে কমতে থাকে করোনা আক্রান্তের সংখ্যা। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল মাত্র  ১০ হাজার এর আশেপাশে ঘোরাফেরা করছিল। বেশিরভাগ মানুষই ভেবেছিল মহামারী মনে হয় চলে গিয়েছে, এবং ক্রমশই দেশজুড়ে একটা অসচেতন মনোভাবে সৃষ্টি হয়। বেশিরভাগ মানুষই মাক্স পড়া ছেড়ে দেয়, রাস্তাঘাটে সোশ্যাল ডিসটেন্স মেনে চলার অভাব পরিলক্ষিত হয়।  এই অসেচনতার  ফল যে এতটা মারাত্মক হবে অনেকেই বুঝতে পারেনি। গত ২৪ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ৩৪ হাজার এর কিছু বেশি, পরপর দুইদিন আক্রান্তের সংখ্যা৩ লক্ষ পার করলো। মৃত্যুর হার ক্রমশই ঊর্ধ্বমুখী গত ২৪ ঘন্টায় মৃত্যু সংখ্যা দুই হাজারেরও বেশি।

এখনও সময় আছে, যদি বাঁচতে চান ,  করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন, হাত সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ধুয়ে ফেলুন , সামাজিক দূরত্ব বিধি মেনে চলুন।

মন্তব্যসমূহ