ভোট মিটতেই উত্তরবঙ্গে বিজেপি কর্মীদের ওপর রাজ্যের শাসক দলের হামলার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ১৮ এপ্রিলঃ নির্বাচন পরবর্তী অশান্তি শিলিগুড়ি নৌকাঘাট সংলগ্ন পোড়াঝাড়ে।অভিযোগ, গতকাল ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের এই পোড়াঝাড়ে বিজেপি কর্মীদের ওপর হামলা করা হয় বলে দাবী বিজেপি কর্মীদের।আজ সকালে এলাকায় যান বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি।তার সঙ্গে বহু বিজেপি কর্মীরাও গিয়েছিলেন। পাল্টা পোড়াঝাড় এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিজেপি প্রার্থী লোক নিয়ে এসে হুমকি দেয়।এরপরই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়।এদিকে এনজেপি থানায় যান প্রার্থী শিখা চ্যাটার্জি।সেখানে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন।তাদের বক্তব্য, গতকাল রাতে বিজেপি কর্মীদের ওপর হামলা করা হয়েছে, মারধর করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের থেকেও বলা হয়, তৃণমূলের নেতা-কর্মীদের ওপরেও হামলা চালিয়েছে বিজেপি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন