শিলিগুড়িতে বাসন্তিকা অষ্টমীর পূণ্য স্নান সারলেন পুণ্যার্থীরা
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২০ এপ্রিলঃ শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জ অঞ্চলের বাসন্তী পূজার অষ্টমীর স্নান ঐতিহ্যবাহী এবং যথেষ্ট পুরাতন। কবে করো না পরিস্থিতির কারণে এই বছর একেবারে জনসমাগম হয়নি অষ্টমী স্নান এ, প্রতিবছর অষ্টমী স্নান কে কেন্দ্র করে ৭দিন ধরে মেলা চলে। লক্ষ লক্ষ মানুষের জনসমাগম ঘটে। এবছর মেলার অনুষ্ঠান আয়োজন করা হয়নি করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে। ৫৫ তম বছরে পা রাখল আমবাড়ি ঐতিহ্যবাহী অষ্টমী স্নান। গঙ্গা পূজা কমিটি এর উদ্যোগে অষ্টমী স্নান এর আয়োজন করা হয় , তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই বছর মেলা হচ্ছে না। তাই ব্যবসায়ীদের মুখ ভার কারণ এই মেলাকে কেন্দ্র করে প্রতিবছর প্রচুর ব্যবসায়ী লাভের মুখ দেখেন। শুধু ব্যবসায়ী নয় যাদের মূলতঃ পেশা ভিক্ষাবৃত্তি , তাদের মুখ ভার, কারণ প্রতি বছর তারা এই মেলার দিকে তাকিয়ে থাকেন কিছু টাকা পাওয়ার আশায়। গঙ্গা পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে গতবছর লকডাউন এর কারণে অষ্টমী স্নান ও মেলার আয়োজন করা যায়নি, এই বছর অষ্টমী স্নান এর আয়োজন করা হলেও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মেলা হচ্ছে না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন