মালদা মেডিকেল কলেজের টেলিমেডিসিন প্রকাশিত চিকিৎসকদের মোবাইল নম্বর ভুল

 

মালদা মেডিক্যাল থেকে প্রকাশিত করোনা টেলিমেডিসিন পরিষেবায় যুক্ত চিকিৎসকদের লিস্টে ভুল নম্বর 



নিজস্ব প্রতিনিধি, মালদা : মালদা জেলা মেডিকেল কলেজ হাসপাতাল এর উদ্যোগে ২৪  ঘন্টা  টেলি চিকিৎসা পরিষেবা ব্যবস্থা করা হয়েছে। জেলায় ব্যাপক পরিমাণ কোভিড আক্রান্ত রুগীদের কথা মাথায় রেখে তাদেরকে চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য  মালদহ মেডিক্যাল কলেজের ১০ বিশেষজ্ঞ  চিকিৎসককে নিয়ে একটি টেলি চিকিৎসা পরিষেবা ইউনিট গড়ে তোলা হয়েছে। চিকিৎসকদের নাম ও মোবাইল নাম্বার ও দেওয়া হয়েছে মালদা মেডিক্যাল এর পক্ষ থেকে। আর মেডিকেলের তরফ থেকে দেওয়া টেলিমেডিসিন পরিষেবায় যুক্ত চিকিৎসকের নাম ও ফোন নম্বর নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। যে সমস্ত নাম এবং ফোন নম্বর প্রকাশিত হয়েছে সেগুলির মধ্যে প্রথম বিক্রম কুমার সাহা 9433230888 এটি একটি ভুল নম্বর  এমনই অভিযোগ করছেন অনেকেই, ভাস্কর মুখার্জি 9830340997 এটিও একটি ভুল নম্বর। ডক্টর পীযূষ কান্তি মন্ডল 9433116968 যাকে ফোন করা হলেও অভিযোগ তার মোবাইল বন্ধ। ফোন করে সাড়া মিলছে না লিস্টে থাকা আরও দুতিনজন ডাক্তারবাবুর এমনটাই অভিযোগ করছেন অনেকেই।



এছাড়াও প্রকাশিত দীপঙ্কর কাজী 9831264485 এই নাম্বারটি সঠিক হলেও যাকে ফোন করলে তিনি বলছেন উনি একজন সাইক্রিয়াটিক। কোভিড সংক্রান্ত বিষয়ে তার সাথে কথা বলে লাভ নেই অন্য কারো সঙ্গে কথা বলতে হবে। যদিও ফোন করে সারা মিলেছে ডঃ অজয় আগরওয়াল এবং ডঃ আব্দুল্লাহ মোহাম্মদ হান্নান কে । কিন্তু কেনই বা এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভুল নম্বর দেওয়া হয়েছে মেডিকেল এর তরফ থেকে যাতে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। তবে এ বিষয়ে এম এস ভি পি কে ফোন করা হলেও ফোন ধরেননি তিনি।

মন্তব্যসমূহ