ভোটের কাজে করোনা আক্রান্ত আশা কর্মী, অভিযোগ গেল বিডিও ও বিএম ও এইচ এর বিরুদ্ধে
নিজস্ব প্রতিনিধি, পুরাতন মালদা , ২৯ এপ্রিলঃ ভোটগ্রহণ কেন্দ্রে নিয়োগ করা হয়েছে করোনা সংক্রামিত এক আশাকর্মীকে৷ ঘটনাটি ঘটেছে মালদা বিধানসভা কেন্দ্রের ১৭০ নম্বর বুথে৷ সাহাপুর জুনিয়ার বেসিক স্কুলে ওই কর্মী এখনও রয়েছেন৷ যদিও বিষয়টি জানাজানি না হওয়ায় ওই বুথের সামনে থাকা বিশাল লাইনে কোনও উত্তেজনা দেখা দেয়নি৷ ওই কর্মী বলেন, জ্বর ও কাশি থাকায় গত ২৪ তারিখ তিনি মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিজের লালা পরীক্ষা করান৷ ২৬ তারিখ তার রিপোর্ট পজিটিভ আসে৷ এরই মধ্যে তাঁর ভোটের ডিউটি এসেছিল৷ তিনি গোটা বিষয়টি ব্লক স্বাস্থ্য আধিকারিক ও বিডিওকে জানান৷ কিন্তু তাঁরা কেউ তাঁর কথা শুনতে চাননি৷ উলটে বাড়িতে পুলিশ পাঠানোর হুমকি দেন৷
সেই হুমকি পেয়েও তিনি বাড়িতেই বসেছিলেন৷ কারণ, অসুস্থ শরীর টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা ছিল না৷ তাঁর স্বামী জ্বরে আক্রান্ত৷ ১৪ বছরের ছেলেও কোভিড পজিটিভ৷ শেষ পর্যন্ত তাঁকে শোকজ চিঠি ধরানো হয়৷ তিনি গতকাল বিএমওএইচের সঙ্গে দেখা করে গোটা ঘটনা বলেন৷ পাশে দাঁড়ানো দূরের কথা, বিএমওএইচ তাঁকে এনিয়ে ব্যঙ্গ করতে থাকেন৷ তিনি বিডিওর কাছে গেলে তিনিও তাঁর কোনও কথা শুনতে চাননি৷ শেষ পর্যন্ত তিনি করোনা আক্রান্ত অবস্থাতেই ভোটের ডিউটি করতে এসেছেন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন