শিলিগুড়িতে করোনা সংকট সামাল দিতে নার্সিংহোম অধিগ্রহণ করল রাজ্য সরকার
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ২৮ এপ্রিলঃ জেলায় বাড়ছে করোনা সংক্রমণ।বাড়ছে রোগীর সংখ্যা।ফের মাটিগাড়ার এক নার্সিংহোম অধিগ্রহণ করল রাজ্য সরকার।সেখানে আপাতত ৩০টি বেড নেওয়া হচ্ছে।
সংকটজনক করোনা রোগীদের সেখানে রাখা হবে।তার ব্যায়ভার বহন করবে রাজ্য সরকার।গতবছর করোনার সময় মাটিগাড়া ও কাওয়াখালিতে দুটি নার্সিংহোম নেওয়া হয়।পরবর্তীতে নার্সিংহোমগুলি ছেড়ে দেওয়া হয়।মেডিক্যালে ১১০ বেডের কোভিড ব্লক খোলা হয়।
বুধবার বিদায়ী পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান, মাটিগাড়ার নার্সিংহোমে ৩০ টি বেড নেওয়া হয়েছে। অন্যদিকে ফুলেশ্বরীর সেফ হোম তৈরি করে ফেলা হয়েছে।বুধবার এই সেফ হোম পুরনিগমের তরফে স্বাস্থ্য দফতরের হাতে তুলে দেওয়া হবে।সেখানে এবার ৫০ থেকে বেডসংখ্যা বাড়িয়ে ৭০ টি করা হয়েছে।তারমধ্যে ১৮ টি অক্সিজেনের ব্যবস্থা যুক্ত বেড রয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন