দ্বিতীয়বার করোনার কবলে বাবুল সুপ্রিয়

 

আবার করোনা আক্রান্ত বাবুল সুপ্রিয় 



নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ২৬ এপ্রিলঃ   দ্বিতীয় বার করোনা আক্রান্ত হলেন আসানসোলের সংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি নিজেই নিজের করোনা আক্রান্তের সংবাদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি ও তাঁর স্ত্রীকরোনা আক্রান্ত হয়েছেন, বর্তমানে দুই জনই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বাবুল সুপ্রিয় আরও জানিয়েছেন করোনা আক্রান্ত হওয়ার কারণে তিনি ভোট দিতে পারবেন না ‌, তাই তার খুব খারাপ লাগছে। তবে তিনি ঘরে থেকেই কাজ চালিয়ে যাবেন , যাতে তৃণমূল কংগ্রেসের লোকেরা কোনভাবেই হিংসা ছড়াতে না পারে। প্রসঙ্গত গত বছর বাবুল সুপ্রিয় করোনা আক্রান্ত হয়েছিলেন। তার মা ও বাবা করোনা আক্রান্ত হয়েছিলেন। দুজনকে ‌ দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাবা সুস্থ হয়ে ফিরে‌ আসলেও তার মা সুস্থ হয়ে ওঠেন নি ‌ করোনা আক্রান্ত হয়ে মারা যান বাবুল সুপ্রিয়র মা।

মন্তব্যসমূহ