মনমোহন সিংহ এর পর করোনা আক্রান্ত রাহুল গান্ধী
নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ২০ এপ্রিলঃ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পর এবার করোনা আক্রান্ত হলেন কংগ্রেসের সংসদ রাহুল গান্ধী। মঙ্গলবার টুইট করে নিজেই নিজের করোনা আক্রান্তের সংবাদ জানিয়েছেন। তিনি বর্তমানে বাড়িতে রয়েছেন , রাহুল গান্ধীর শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। ডাক্তারদের পরামর্শ মতো সুনির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলছেন তিনি। তিনি ট্যুইট করে জানিয়েছেন মৃদু উপসর্গ দেখা যাওয়ার কারণে তিনি করোনা টেস্ট করান রিপোর্ট পজিটিভ আসে। তারপর তিনি ডাক্তারের পরামর্শ মতো বর্তমানে হোম আইসোলেশন এর রয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন। সম্প্রতি তার সংস্পর্শে যারা এসেছিল তাদের তিনি করোনা টেস্ট করতে অনুরোধ করেছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন