করোনাকালে অক্সিজেন নিয়ে কালোবাজারির অভিযোগ গোটা উত্তরবঙ্গ জুড়ে
সজল দাশগুপ্ত , উত্তর দিনাজপুর , ২৫ এপ্রিলঃ সারা রাজ্য করোনা সংক্রমণে দিশেহারা সাধারণ মানুষ থেকে প্রশাসন। এদিকে অক্সিজেনের সংকট আরও ভয়াবহ করে তুলেছে হোটা পরিস্তিতিকে। কেন্দ্র ও রাজ্য চেষ্টা চালাচ্ছে পরিস্তিতিকে নিয়ন্ত্রণে আনতে। এদিকে একটি সুত্র মারফৎ জানা গেছে যে রাজ্যে যে পরিমান অক্সিজেন মজুত থাকার কথা এই সময়ে , সেটাই আছে। ফলে রাজ্যে অক্সিজে সমস্যার কথ নয়। এদিকে রাজ্যে রাজ্যে চেষ্টা চলছে অক্সিজেন সংকট মেটাতে রেল মারফৎ , বিমান বাহিনী মারফৎ অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক করার। অনেকে মনে করছেন এই কৃত্রিম সংকট পুরোটাই কালোবাজারিদের সৃষ্টি। একবার উত্তরবঙ্গের চিত্রটা দেখে নেওয়া যাক।
রায়গঞ্জ সহ গোটা উত্তর দিনাজপুরে চলছে রমরমা অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি। রায়গঞ্জ থেকে সীমান্তবর্তী বিহারের বিভিন্ন জেলায় চোরাপথে অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি চলছে। প্রশাসন সমস্ত কিছু জানার পরে ও একেবারে উদাসীন । রায়গঞ্জ সহ গোটা উত্তরদিনাজপুর জুড়ে অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারিতে দিশেহারা সেখানকার জনগণ। গোটা রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলায় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে অক্সিজেন সিলিন্ডার এর অভাব দেখা দিয়েছে। এর সুযোগ নিয়ে একশ্রেণীর চোরাকারবারি ব্যবসায়ী অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি করছেন। অক্সিজেন সিলিন্ডারের দাম ছিল আগে ৪০০ টাকা, বর্তমানে তা ২ গুন আবার কোন কোন ক্ষেত্রে তিনগুণ দামে বিক্রি হচ্ছে। যে সব করণা রোগী এর ঘরে রেখে চিকিৎসা হচ্ছে তাদের অক্সিজেনের যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের পরিবার পরিজনদের। এরকম ভয়াবহ পরিস্থিতিতে জীবনদায়ী অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি এর ঘটনা সত্যি দুঃখজনক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন