আগামীকাল থেকে কার্যত আংশিক লক ডাউন রাজ্যে
বিশেষ প্রতিনিধি , কলকাতা , ৩০ এপ্রিলঃ রাজ্যে করোনা পরিস্তিতি সামাল দিতে কাল থেকে রাজ্য জুড়ে কার্যত আংশিক লক ডাউন এর সুচনা হতে চলেছে। এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। কেননা পরিস্তিতি সামাল দিতে বেশ কিছু ক্ষেত্রে লাগাম টানতে চলেছে রাজ্য প্রশাসন, এটাই ভাবছেন তথ্যভিজ্ঞ মহল। আজ নবান্নের একটি সুত্রে পাওয়া খবর অনুযায়ী রাজ্যে বন্ধ থাকবে মল, শপিং কমপ্লেক্স , বিউটি পার্লার, সিনেমা হল , রেস্তোরাঁ ,বার ,স্পোর্টস কমপ্লেক্স , জিম , স্পা ,স্যুইমিং পুল , অবশ্য অনুমতি সাপেক্ষে ছাড় দেওয়া হয়েছে হোম ডেলিভারি ও অনলাইন সার্ভিসকে। এদিন আরো জানা গেছে কাঁচা বাজার ও হাট ,দোকান খুলে রাখার সময় । মুদিখানা দোকানও আছে এর আওতায়। সকালে খোলার সময় ৭টা থেকে ১০টা , বিকেলে , ৩ থেকে ৫ টা।কোন রকম সামাজিক , সাংস্কৃতিক অনুষ্ঠান , বা অন্য যে কোন রকমের জমায়েত আপাতত নিসিদ্ধ।তবে নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয়টি নির্বাচন কমিশনের বিধি মেনেই করতে হবে। একেবারেই এর আওতা থেকে বাদ চিকিৎসা ও মেডিকেল সক্রান্ত জরুরী পরিষেবা। এই নির্দেশ ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলা শাসকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ভাবে আংশিক লক ডাউন চলবে যতদিন না অন্য নির্দেশিকা আসে। নবান্নের অন্য একটি সুত্র জানাচ্ছে , পরিবর্তিত পরিস্তিতিতে এটি পরিবর্তন হতে পারে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন