শিলিগুড়িতে ভয়াবহ আগুনে ছাই বহু দোকান , গুদাম
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি,২৩ এপ্রিলঃ শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের পঞ্চানন কলোনি এলাকায় বাণী মন্দির স্কুল সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে ছাই তিনটি দোকান সহ একটি গুদাম ঘর।ঘটনায় একটি তিন চাকার গাড়ি এবং একটি জেনারেটরও পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, আজ ভোর সাড়ে ৩টা নাগাদ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।বিষয়টি নজরে আসতেই ঘটনার খবর দেওয়া হয় দমকলে।যদিও স্থানীয়দের অভিযোগ,খবর দেওয়ার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌছায় দমকল।যে কারণে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় প্রধাননগর থানার পুলিশ।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত গুদাম ঘরের মালিক ললিত যাদব বলেন, তার গুদাম ঘরে বৈদ্যুতিক সরঞ্জাম রাখা ছিল।অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন