উত্তরবঙ্গের করোনা সংক্রমণকে রুখতে পথে শিলিগুড়ির বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্য

 

উত্তরবঙ্গে বাড়ছে করোনা সংক্রমণ, চিন্তাও বাড়ছে প্রশাসনের 



 কুশল দাশগুপ্ত ও সজল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৫ এপ্রিলঃ  শিলিগুড়ি শহরে করোনা সংক্রমণ ক্রমশই বাড়ছে, পরিস্থিতি উদ্বেগজনক হচ্ছে । করোনা সংক্রমণ কিছুতেই থামছে না শহর শিলিগুড়িতে, প্রতিদিনই বেড়ে চলেছে দৈনিক সংক্রমণ তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। পরিস্থিতি ক্রমশই আয়ত্বের বাইরে চলে যাচ্ছে। চিকিৎসা সঠিক পরিকাঠামোর অভাব দেখা যাচ্ছে শিলিগুড়ি শহরে। শনিবার দিন  শিলিগুড়ি শহরে করোনা আক্রান্তের সংখ্যা ২১৩ জন, দার্জিলিং জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৩০ জন। যেভাবে দৈনিক সংক্রমনের সংখ্যা বাড়ছে সত্যি পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক হয়ে উঠছে বলে জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে প্রশাসনের কর্তা ব্যাক্তিরা। সংক্রমণ কিছুতেই থামছে না শহর শিলিগুড়িতে, প্রতিদিনই বেড়ে চলেছে দৈনিক সংক্রমণ তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। পরিস্থিতি ক্রমশই আয়ত্বের বাইরে চলে যাচ্ছে। চিকিৎসা সঠিক পরিকাঠামোর অভাব দেখা যাচ্ছে শিলিগুড়ি শহরে। শিলিগুড়ি শহরে করোনা সংক্রমণ কে প্রতিহত করার জন্য বিশেষ উদ্যোগী হলেন শিলিগুড়ির বিধায়ক ও শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। শনিবার দিন তিনি শিলিগুড়িতে করোনা রোগীরা যাতে উপযুক্ত চিকিৎসা পায় এবং করোনা সংক্রমণ থেকে যাতে শহরকে মুক্ত করা যায় এই বিষয়ে শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক কে একটি স্মারকলিপি  দেন। অশোক ভট্টাচার্য এর সাথে ছিলেন মুকুল সেনগুপ্ত, দিলীপ সিং সহ বামফ্রন্টের বিভিন্ন নেতাকর্মীরা। অশোক বাবু জানান বর্তমানে শিলিগুড়িতে কোন ওয়ার্ডে কাউন্সিলর নেই। তাই পুর নিগমের প্রশাসক কে ওয়ার্ডগুলো্র দায়িত্বভার গ্রহণ করতে হবে, এর সাথে সাথে বোরো অফিসগুলোকে পুরো নিগমের ওয়ার্ড গুলি পরিচালনার দায়িত্বভার দিয়ে দিতে হবে। শিলিগুড়ি পু নিগম‌ এলাকায় যারা করোনা আক্রান্ত হচ্ছেন , তাদের বাড়ি গুলি অবশ্যই স্যানিটাইজেসন  করতে হবে।

মন্তব্যসমূহ