অবশেষে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ময়নাগুড়ির বিজেপি প্রার্থী কৌশিক রায়
ময়নাগুড়ি, ২৮ এপ্রিল : অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে বুধবার সকাল সকাল পোস্টাল ব্যালটে ভোট দিলেন বিজেপি প্রার্থী। উল্লেখ্য জলপাইগুড়ি জেলা সহ বিভিন্ন জায়গায় পঞ্চম দফার ভোট পর্ব হয় ১৭ এপ্রিল। আর সেই দিন সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেন নি ময়নাগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী কৌশিক রায়। আর এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন ধরণের সমালোচনা শুরু হয় রাজনৈতিক মহলে। তবে তিনি কেন ভোট দিতে পারেন নি তা তিনি সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। তিনি জানান যে, বিজেপির প্রার্থী তালিকা ময়নাগুড়ির জন্য দেরিতে প্রকাশিত হওয়ায় এই বিভ্রাট হয়। কারন তিনি পেশায় একজন শিক্ষক। ফলে প্রার্থী ঘোষণার আগেই তিনি নির্বাচনী কাজের ট্রেনিং এ যোগদান করেন। সেই মুহূর্তেই সমস্ত ভোট কর্মীদের পোস্টাল ভোটের ফর্ম পূরণ করতে হয়েছে। কিন্তূ যখন বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হয়, সেই সময় কৌশিক বাবু জানতে পেরে নির্বাচন কমিশনে চিঠি লিখে বিষয়টি জানিয়ে দেন। এরপর থেকেই ব্যস্ত হয়ে পড়েছিলেন নির্বাচনী প্রচারে। আর পঞ্চম দফার নির্বাচনের আগে তিনি পোস্টাল ব্যালট পেপার হাতে না পাওয়ায় তিনি ভেবেছিলেন হয়তো তার ভোট নিজস্ব বুথেই হবে। আর সেই কারণে সকাল সকাল স্নান, পুজো সেরে নিজের বুথ কেন্দ্রে যান তিনি। কিন্তূ সেখানে গিয়ে তিনি জানতে পারেন তার ভোট পোস্টাল ব্যালটে রয়েছে । তাও তিনি সেদিন ভোট না দিয়েই চলে আসেন। অবশেষে সেই জল্পনাকে কাটিয়ে বুধবার ভোট দান পর্ব সেরে নিলেন প্রার্থী কৌশিক রায়। এদিন ভোট দিয়ে তিনি বলেন, "আমি আগে ভোট দিতে পারি নি কারণ আমার পোস্টাল ব্যালট ইস্যু হয়েছিল। তাই আমি ব্যালট পেপার হাতে পাওয়ার পর আজকে ভোট দান করলাম।"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন