এবছর একাদশ শ্রেণির পরীক্ষা ছাড়াই দ্বাদশে , হোম সেন্টারে উচ্চ মাধ্যমিক , জানাল সংসদ
জয়দেব মন্ডল , কলকাতা , ৩০ এপ্রিলঃ এবছর করোনার দ্বিতীয় প্রবাহে কাঁপছে গোটা রাজ্য। এই পরিস্তিতিতে ইতিমধ্যেই রাজ্যের সমস্ত সরকারি বিদ্যায়তনে আগাম গরমের ছুটি ঘোষণা করে বন্ধ রাখা হয়েছে বিদ্যালয়গুলি। অন্যদিকে রাজ্যের আসন্ন মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছেন চিন্তায়। তাঁদের পরীক্ষার কি হবে ? সেই বিষয় নিয়ে দ্বিধা কাটেনি এখনও। অন্য দিকে একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার পরীক্ষাটিও রয়েছে এই তালিকায়। আজ রাজ্যের উচ্চ মাধ্যমিক সংসদ এর তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে , একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার বার্ষিক পরীক্ষা এবার বাতিল করে ছাত্র-ছাত্রীদের দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করে দেওয়া হবে। অন্য দিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তবে হোম সেন্টারে।
এদিন পরিবর্তিত সময় সারণিও দিয়ে দেওয়া হয়েছে , পরীক্ষা শুরু হবে সকাল দশটার পরিবর্তে ১২ টা থেকে। আরো বলা হয়েছে , পরিস্তিতির ওপরে নজর রাখা হচ্ছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন