বিহার থেকে বাংলাদেশে পাচারের আগেই উত্তরবঙ্গে শতাধিক গরু সমেত আটক ট্রাক

 

বাংলাদেশে পাচারের আগেই উত্তরবঙ্গে উদ্ধার ১১৬ টি গরু - মহিষ , আটক ৯ 



নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ২৬ এপ্রিলঃ বাংলাদেশে পাচারের আগে ৪ টি ট্রাক বোঝাই গরু-মহিষ উদ্ধার করল রাজগঞ্জ থানার পুলিশ।রবিবার রাত ১ টা নাগাদ বেলাকোবার মালিভিটা এলাকা থেকে ১১৬টি গরু-মহিষ উদ্ধার হয়।এই ঘটনায় ট্রাকের চালক ও সহকারী চালক সহ ৯ জনকে গ্রেফতার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহার থেকে চার ট্রাক গরু ও মহিষ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সেইসময় বিষয়টি পুলিশের নজরে পড়ে।এরপর বেলাকোবার মালিভিটা এলাকায় ট্রাকগুলিকে দাঁড় করানো হয়।ধৃতদের কাছে বৈধ কোনো নথি না থাকায় গরু ও মহিষ উদ্ধার করা হয়।পাচারের উদ্দেশ্য ব্যবহার করা ট্রাকগুলিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ঘটনায় ট্রাকের চালক ও সহকারী চালক সহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

মন্তব্যসমূহ