করোনার কারণে বন্ধ করে দেওয়া হল পুরীর মন্দির

 

করোনার কারণে ১৫ মে পর্যন্ত বন্ধ পুরীর মন্দির 



সজল দাশগুপ্ত , কলকাতা , ২৬ এপ্রিলঃ করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ। তাই বিশেষ সতর্কতা এর জন্য পুরীর জগন্নাথ মন্দির আবার বন্ধ করে দেওয়া হল পনেরই মে পর্যন্ত। পরবর্তী পর্যায়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত গ্রহণ করা হবে একথা জানিয়ে দিয়েছে পুরীর জগন্নাথ মন্দির কমিটি। করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে সত্যিই চিন্তার বিষয়, ভক্তদের সুরক্ষার কথা ভেবে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পুরীর জগন্নাথ মন্দির কমিটি। গত বছর করোনার শুরুতে ভক্তদের সুরক্ষার কথা ভেবে প্রায় ছয় মাস বন্ধ ছিল মন্দির। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। পুনরায় সংক্রমণ বৃদ্ধির কারণে আগামী ১৫ ই মে পর্যন্ত আপাতত বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির।

মন্তব্যসমূহ