দেবী বাসন্তীকার কাছে একটাই প্রার্থনা করোনা থেকে মুক্তি দাও সবাইকে

 

সারা রাজ্যে পালিত হচ্ছে বাসন্তী পুজো 



সজল দাশগুপ্ত , কলকাতা , ২০ এপ্রিলঃ   দূর্গাপূজা বা দূর্গোৎসব,  হিন্দু সম্প্রদায়ের দেবী দূর্গাকে কেন্দ্র করে প্রচলিত এক বৃহৎ ও প্রচলিত উৎসব। তবে বাঙালি সমাজেও এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও প্রধান সামাজিক উৎসব। আশ্বিন বা চৈত্রমাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। শারদীয়া দুর্গাপূজার জনপ্রিয়তা বেশি।  ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে দক্ষিণ ও উত্তরবঙ্গ জুড়ে পালিত হচ্ছে বাসন্তী পুজো। মহামায়ার আরাধনা বসন্তকালে করা হয় বলে এই পূজার নাম বাসন্তী পুজো। শরৎকালের মহামায়া দুর্গা রূপে পূজিত হন। গতবছর করোনা পরিস্থিতির কারণে পুজো করা সম্ভব হয়নি। এই বছর উত্তরবঙ্গ জুড়ে পালিত হচ্ছে বাসন্তী পুজো। উত্তরবঙ্গের ময়নাগুড়ি বাসন্তী পূজার জন্য বিখ্যাত। সকাল থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড়। তবে প্রত্যেকটি প্যান্ডেলে নির্দিষ্ট করোনা বিধি মেনে পুজো করা হচ্ছে। পুজো উদ্যোক্তারা দর্শনার্থীদের মাক্স দিচ্ছেন এবং অবশ্যই স্যানিটাইজার দিচ্ছেন , যাতে কোনোভাবেই করোনা সংক্রমণ ছড়াতে পারে। মহামায়ার কাছে সবার একটাই প্রার্থনা করোনা মুক্ত হোক এই পৃথিবী আবার।

মন্তব্যসমূহ