আজ ভোর রাতে উত্তরবঙ্গে ভূমিকম্প

 

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তরবঙ্গ



 নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, 28 এপ্রিলঃ বুধবার দিন সাত সকালে  ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বেশকিছু জেলা। বুধবার সকাল সাতটা বেজে চুয়ান্ন মিনিট এ ভূমিকম্প অনুভূত হয় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। এছাড়া মুর্শিদাবাদে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুধু উত্তরবঙ্গ নয় আসামে ভূমিকম্প অনুভূত হয় বুধবার সাতসকালে। রিকটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.4, ভূমিকম্পের উৎপত্তিস্থল আসামের শোণিতপুর অঞ্চল। সাধারণত রিকটার স্কেলে 5 এর উপর ভূমিকম্প হলে তাকে তীব্রতর ভূমিকম্প বলা হয়। ভূমিকম্পের আতঙ্কে বহু মানুষ আবাসন ছেড়ে বেরিয়ে আসেন রাস্তায়। সাধারণত 

 ভূমিকম্পের পর আফটার সক এর প্রবণতা থাকে তাই আতঙ্কে রয়েছেন বহু মানুষ। এখনো পর্যন্ত ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মন্তব্যসমূহ