টেলিমেডিসিন পরিষেবা চালু মালদা মেডিকেল কলেজ

 


মালদায় করোনা পরিস্থিতি সামাল দিতে চালু হল টেলিমেডিসিন পরিষেবা




নিজস্ব প্রতিনিধি, মালদা, 28 এপ্রিলঃ  হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ মালদায়। বেসামাল পরিস্থিতি স্বাস্থ্য দপ্তরে। পরিস্থিতি সামাল দিতে টেলিমেডিসিন পরিষেবা চালু করল মালদা মেডিকেল কলেজ। সংক্রমনের মাত্রা প্রথমে কিছু কম থাকলেও বিগত 7 থেকে 10 দিনের মধ্যে প্রায় প্রতিদিন 5 শতাধিক মানুষের আক্রান্ত হওয়ার খবর মিলছে স্বাস্থ্য দপ্তর সূত্রে। চিকিৎসক ও জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। প্রথম প্রথম করোনা পরীক্ষা শিবির থেকেই মিলছিল আক্রান্ত রোগীদের জন্য ওষুধ পত্র, এমনকি জেলাশাসকের দপ্তরে থেকে ফোন করে খোঁজখবর নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছিল ওষুধ। কিন্তু আক্রান্তের সংখ্যা হূ হূ  করে বেড়ে যাওয়ায় এই পরিস্থিতিতে পরিষেবা দিতে কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে জেলা স্বাস্থ্য দফতরের কর্তাদের। আর সে কথা চিন্তা করেই চালু করা হলো টেলিমেডিসিন পরিষেবা। যেখানে দেওয়া হয়েছে চিকিৎসকদের নাম ও ফোন নম্বর। 24 ঘন্টায় পরিষেবা পাওয়া যাবে এমনটাই দাবি করছেন মালদা মেডিক্যাল এর অধ্যক্ষ প্রার্থী প্রতিম মুখোপাধ্যায়। মালদা মেডিকেল সূত্রে জানা যায় মঙ্গলবার মেডিকেলের করণা ওয়ার্ডে  চিকিৎসাধীন রয়েছেন 105 জন তাদের মধ্যে 50 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রতিদিন গড়ে 40 শতাংশ ও তার বেশি রিপোর্ট পজেটিভ আসছে বলে জানান তিনি। গত 15 দিনে মালদা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে 59 জন করোনা রোগীর। টেলিমেডিসিন পরিষেবায় যুক্ত চিকিৎসকদের নাম এবং ফোন নম্বর প্রকাশ করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।


ডাঃ বিক্রম কুমার সাহা  ৯৪৩৩২৩০৮৮৮

ডাঃ  অভিজিৎ সাহা ৯৮৮৩০২৬৮৮৪

ডাঃ পীযুষ কান্তি মণ্ডল, ৯৪৩৩১১৬৯৬৮

ডাঃ আব্দুল্লা মহঃ হান্নান, ৯৪৭৪১৭৪৭১৭

ডাঃ শাস্বত ঘোষ। ৮৩৩৫৮৮৬৫৯০

ডাঃ অনিমেষ মণ্ডল ৯৭৪৮৯২২৯৯৭

ডাঃ নাইমূল হক, ৯৬১৪৫৭১৬৭৭

ডাঃ অজয়  আগরওয়ালা ৯৪৭৫৩৭৭৭০৭

ডাঃদীপঙ্কর কাজী ৯৮৩১২৬৪৪৮৫

ডাঃ ভাস্কর মুখার্জি ৯৮৩০৩৪০৯৯৭

মন্তব্যসমূহ