ট্রাক থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার চোরাই টিক কাঠ

 

চোরাই টিক উড উদ্ধার, যার মূল্য ৩০ লক্ষ টাকা , আটক ১ 



নিজস্ব সংবাদদাতা ,  শিলিগুড়ি,২৬ মার্চঃ ৩০ লক্ষ টাকার টিক কাঠ সহ একজনকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে একটি ১২ চাকার ট্রাক আটক করে ডিটেকটিভ ডিপার্টমেন্ট।ওই ট্রাকের ভেতরে বাঁশ দিয়ে ঢাকা ছিল টিক কাঠগুলি।ঘটনায় গ্রেফতার করা হয় ট্রাক চালককে।এই কাঠগুলি মেঘালয় থেকে কলকাতা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

মন্তব্যসমূহ