রাজনীতিতে দু'জনেই প্রতিপক্ষ , কিন্তু নায়ক হিসেবে দেব- মিঠুন, দুজনে রুপালী পর্দায় একসাথে
বিশেষ সংবাদদাতা , কলকাতা , ২৯ মার্চঃ বিখ্যাত টলিউড অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ দেব এবং সদ্য বিজেপি শিবিরে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী একসাথে একটি সিনেমা করতে চলেছেন। এই কথা টুইট করে দেব নিজেই জানিয়েছেন। দেব এই খবর টুইট করে জানানোর পর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন দেব এবং মিঠুনের যুগলবন্দী চলচ্চিত্রটি দেখবার জন্য। তবে দেব ও মিঠুন একসাথে যে বাংলা সিনেমায় অভিনয় করবেন তার নাম এখনো জানা যায়নি। সিনেমাটি পরিচালনা করবেন বিখ্যাত পরিচালক অভিজিৎ সেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন