সকাল থেকে সন্ধ্যে প্রচারের ব্যস্ততায় তৃণমূল প্রার্থী ওম প্রকাশ

মনোনয়ন পত্র জমা দিয়েই প্রচারে ব্যস্ত  শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী ওম প্রকাশ মিশ্র 



কুশল দাশগুপ্ত , ২৬ মার্চঃ   দিন হোক কি রাত প্রচার এখন তুঙ্গে সব দলেরই। সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ওমপ্রকাশ মিশ্রের সমর্থনে শিলিগুড়ির ১৭নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস প্রার্থী ওমপ্রকাশ মিশ্রের সমর্থনে এক বিরাট মিছিল বের করে মিছিলে ছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী এবং ওই এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।সন্ধার এই মিছিল শিলিগুড়ির কলেজপাড়ার গোটা এলাকা পরিক্রমা করে এবং প্রার্থী প্রত্যেক বাড়ি বাড়ি পৌছান এবং প্রত্যেকের সমস্যার কথা শোনেন।ওমপ্রকাশ মিশ্র জানান আমি আত্মবিশ্বাসী আমি এবারে শিলিগুড়ি তৃণমূল কংগ্রেস  কর্মীদের মুখে হাসি ফোটাবেন।



আজ সারাদিন ধরেই নানা কর্ম সুচী নিয়ে ব্যস্ত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। আজ মনোনয়নপত্র জমা দিলেন শিলিগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। আজ মাল্লাগুড়ি থেকে একটি শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে পৌঁছান ওমপ্রকাশ মিশ্র।সেই শোভাযাত্রায় মাদল বাজিয়ে উচ্ছাসে মাতেন তৃণমূল কর্মীরা।পাশাপাশি ‘খেলা হবে’ শ্লোগান তোলেন দলীয় নেতা-কর্মীরা।  

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমপ্রকাশ মিশ্র বলেন, সারা বাংলায় তৃণমূল কংগ্রেস জয়ী হবে।শিলিগুড়িতেও বিপুল ভোটে জয়লাভ করব।

মন্তব্যসমূহ