নির্বাচনী প্রচারে অবসর প্রাপ্ত রেল কর্মীদের সঙ্গে সংযুক্ত ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের মোর্চার প্রার্থী দিলীপ সিংহ

 জোর কদমে উত্তরবঙ্গে প্রচার সংযুক্ত মোর্চার 





নিজস্ব  সংবাদদাতা ,  শিলিগুড়ি, ২৭ মার্চঃ শনিবার এনজেপি’র গেটবাজারে যুব ভারতী ক্লাব সংলগ্ন এলাকায় অবসরপ্রাপ্ত রেল কর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচার সভা করলেন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার বাম প্রার্থী দিলীপ সিংহ। এই সভা থেকেই উপস্থিত সকলকে তার সমর্থনে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।সভায় উপস্থিত ছিলেন ৩২ নম্বর ওয়ার্ড কো-র্ডিনেটর তাপস চ্যাটার্জি সহ অন্যান্যরা। দীলিপ সিং জানান, ‘দুমাস আগে থেকেই নির্বাচনী লড়াইয়ে নেমেছি।মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের সঙ্গে কথা বলছি।এবারের নির্বাচনে আমাদের জয় নিশ্চিত’।

মন্তব্যসমূহ