টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হওয়া উত্তরবঙ্গের তৃণমূল নেতা বিজেপি'তে যোগ দিলেন

 উত্তরবঙ্গের বিদ্রোহী পদত্যাগী তৃণমূল নেতা নান্টূ পাল সস্ত্রীক বিজেপি'তে



নিজস্ব সংবাদদাতা ,  শিলিগুড়ি ও কলকাতা ,৩১ মার্চঃ টিকিট না পেয়ে দল ছেড়ে ছিলেন । বিদ্রোহ করে আবার দলের প্রার্থীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমাও দিয়েছিলেন। এবার আর এক চমক দিলেন উত্তরবঙ্গের তৃণমূল সুপ্রিমোর প্রিয় নেতা। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি’তে যোগ দিলেন নান্টু পাল।বুধবার কলকাতায় সস্ত্রীক বিজেপি’তে যোগ দেন নান্টু পাল। প্রসঙ্গত,তৃণমূল ছেড়ে শিলিগুড়ি বিধানসভায় নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন নান্টু পাল। তিনি সেই মনোনয়ন তুলে নেবেন বলে সূত্রের খবর৷ 

মন্তব্যসমূহ