এক্স রে হচ্ছে না দীর্ঘদিন , রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ভোগে রোগীরা
সজল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৯ মার্চঃ রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় দেড় মাস ধরে এক্সরে হচ্ছে না। যার ফলে রোগীদের বাইরে থেকে এক্সরে করাতে হচ্ছে। চরম হয়রানির শিকার হতে হচ্ছে রোগীদের। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল এই ব্যাপারে একেবারে উদাসীন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল এ একটি সরকারি এজেন্সি প্লেট সরবরাহ করে, কিন্তু বর্তমানে ওই এজেন্সি টি আর প্লেট সরবরাহ করছে না। পরিস্থিতি সামাল দিতে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ বাইরে থেকে প্লেট কিনছে। কিন্তু বর্তমানে স্টক এবারে নেই বললেই চলে। যার ফলে বাধ্য হয়ে রোগীদের বাইরে থেকে এক্সরে করতে হচ্ছে। প্রতিদিন প্রায় বারোশো রোগী চিকিৎসার জন্য আসেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এছাড়া জানা গিয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্যাথলজিক্যাল ল্যাব এর সামনে দালালরা দাঁড়িয়ে থাকেন। তারা বাইরে থেকে এক্সরে করার ব্যবস্থা করে দেন রোগীদের, এর বিনিময়ে রোগীদের কাছ থেকে মোটা কমিশন নেন তারা। প্রশাসনকে এই দালালদের অসাধু কাজ কর্ম বন্ধ করার আর্জি জানিয়েছেন রায়গঞ্জের সাধারণ মানুষ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন