অস্ট্রেলিয়ার পর সম্ভবত ভারতে একই টীমে পুরুষ ও মহিলাদের দেখা যেতে চলেছে ক্রিকেট লীগে
সজল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৭ মার্চঃ ঠিক৬ বছর আগে ২০১৫ সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ছেলেদের সঙ্গে মেয়েদের খেলতে দেখা গিয়েছিল যাক এবারে বিরল ঘটনা । শহর শিলিগুড়ি তেও সম্ভবত সেই দৃশ্য দেখা যাবে। এক প্রস্তাব আনা হয়েছে, প্রস্তাব কার্যকর হলেই ঘরোয়া প্রথম ডিভিশন ক্রিকেট ছেলেদের সঙ্গে মেয়েদের খেলতে দেখা যাবে এই বছর থেকে। এই ব্যাপারে শিলিগুড়ি মহকুমা পরিষদের অধিকর্তা মনোজ ভার্মা জানান এই প্রস্তাব অধিগ্রহণ করা হলেই এই বছর থেকেই শিলিগুড়ি প্রথম ডিভিশন ক্রিকেট ছেলেদের ও মেয়েদের একসঙ্গে খেলতে দেখা যাবে। মনোজ বাবু আরো জানান ক্লাবগুলোকে অনুরোধ করা হয়েছে১১ জন খেলোয়াড়ের মধ্যে যেন একজন মহিলা খেলোয়াড় থাকেন। তাহলে রিচা শর্মা এর মতো প্রচুর খেলোয়াড় উঠে আসবে শহর শিলিগুড়ি থেকে। শিলিগুড়িতে বিধানসভার ভোট পড়েছে ১৭ এপ্রিল। এরপর থেকেই শুরু হবে ভলিবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলার প্রতিযোগিতা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন