জনসংযোগ যাত্রায় তৃণমূল মহাসচিব বেহালার আম্মেদকর নগরে

  

মুখোমুখি হয়ে তৃণমূল মহা সচিব শুনলেন বেহালাকে নিয়ে ভোটারদের নানা স্বপ্নের কথা 




বিশেষ প্রতিনিধি , কলকাতা , ৩১ মার্চঃ ভোটের আর মাত্র কয়েকদিন। বেহালা পশ্চিমের চার বারের বিধায়ক , শাসক দলের মহাসচিব , রাজ্যের শিক্ষামন্ত্রীর ভোট প্রচার চরম পর্যায়ে। পদযাত্রা , পথ সভা , জনসংযোগ যাত্রার পাশাপাশি মুখোমুখি হচ্ছেন ভোটারদের। যদিও তিনি বেহালাকে একেবারে আধুনিক রূপ দেবার চেষ্টা করে চলেছেন, বেহালায় পলিটেকনিক কলেজ , কন্যাশ্রী কলেজ , ইংরেজি মাধ্যম বিদ্যালয় ,হিন্দি মাধ্যম বিদ্যালয় , হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলিকে একেবারে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থায় সাজিয়ে তোলা সমেত বহু কাজ ইতিমধ্যেই করে ফেলেছেন। এছাড়াও তিনি মনে করছেন এক সময়ের গ্রামীন সেই বেহালাকে আধুনিক শহরে পরিনত করতে। তাই তিনি ভোটারদের মুখোমুখি হয়ে , তাঁদের মনের ইচ্ছা , মনের দুঃখ , বেহালাকে নিয়ে তাঁদের কি স্বপ্ন , সব জানতে ছুটে যাচ্ছেন একেবারে নিম্ন বিত্ত থেকে উচ্চ বিত্তের আবাসনে , হরিজন ভাইদের আলাপ আলোচনা সেরে ছুটছেন সংখ্যালঘুদের মহল্লায়। আজ তিনি বেহালা পশ্চিম কেন্দ্রের কলকাতা পুরসভার  ১২৮ নম্বর ওয়ার্ডের অক্ষয় পাল রোডের আম্মেদকর নগরে গিয়ে ভোটারদের মুখোমুখি হলেন। শুনলেন তাঁদের কথা। কথা দিলে এবার নির্বাচিত হলে , তিনি আগে যেভাবে তাঁদের দেওয়া কথা রেখেছেন , সেভাবেই রাখার চেষ্টা করবেন। এদিন এই মুখোমুখিতে মানুষ মন্ত্রীকে মন খুলে জানান , তাঁদের মনের নানা কথা। (  ছবিঃ জগন্নাথ হালদার  ) 

মন্তব্যসমূহ