প্যারোডি গান , লাল বেলুন , বর্ণাঢ্য মনোনয়ন শিলিগুড়ির বাম প্রার্থী অশোকের

 

বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা সংযুক্ত মোর্চার বাম প্রার্থী অশোক ভট্টাচার্যের 



নিজস্ব সংবাদদাতা ,  শিলিগুড়ি, ২৬ মার্চঃ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার বাম প্রার্থী অশোক ভট্টাচার্য। শুক্রবার অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়।অশোকের প্যারোডি গান বাজিয়ে, ঢাক-ঢোল পিটিয়ে এই শোভাযাত্রা করা হয়।প্রচুর কর্মী-সমর্থক শোভাযাত্রায় সামিল হন। 

আজ  ২৪ নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন শিলিগুড়ি বিধানসভার সংযুক্ত মোর্চার বামফ্রন্ট প্রার্থী অশোক ভট্টাচার্য।শুক্রবার ওয়ার্ডের ভারতনগরে প্রচার সারেন অশোক বাবু।তিনি আশাবাদী এই ওয়ার্ড থেকেই সবচেয়ে বেশি ভোট পাবেন।  প্রসঙ্গত, শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ড বামেদের দখলে থাকলেও বর্তমানে এই ওয়ার্ডের কো-অর্ডিনেটর শঙ্কর ঘোষ বিজেপি’তে যোগ দিয়েছেন।তবে ওয়ার্ডের অভিভাবক অন্য দলে যোগদান করলেও সাধারন মানুষ বামেদের সাথেই রয়েছেন বলে দাবি অশোক ভট্টাচার্যের।

মন্তব্যসমূহ