দিন রাত এক করে প্রচার শিলিগুড়ির সংযুক্ত মোর্চা প্রার্থী আশোক ভট্টাচার্যের

 প্রাতঃভ্রমণে বেরিয়েও প্রচার সারলেন শিলিগুড়ির বামফ্রন্ট প্রার্থী অশোক ভট্টাচার্য 



  নিজস্ব সংবাদদাতা ,  শিলিগুড়ি, ২৫ মার্চঃ আগামী ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন।প্রত্যেকটি বিধানসভায় চলছে জোরকদমে প্রচার।প্রচারে ব্যস্ত প্রার্থীরা।

 বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রতিদিনের মত প্রচার সারলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী অশোক ভট্টাচার্য।এদিন সাতসকালে সুর্যনগর মাঠে হাজির হন তিনি।সেখানে থাকা মানুষদের সঙ্গে দেখা করেন এবং চা পর্ব সারেন তিনি।

পরবর্তীতে ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তণ কাউন্সিলর শালিনী ডালমিয়াকে নিয়ে ডিআই ফান্ড বাজারে গিয়ে প্রচার সারেন অশোক ভট্টাচার্য।সকাল থেকে লাগাতার বিভিন্ন কর্মসূচিতে যোগ দিচ্ছেন অশোক ভট্টাচার্য।


মন্তব্যসমূহ