উত্তরবঙ্গে প্রচারে ঝড় তুলতে দিনহাটায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী
সজল দাশগুপ্ত , দিনহাটা , ৩১ মার্চঃ নির্বাচনী প্রচারের জন্য কুচবিহার জেলা দিনহাটা শহরে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এসেছেন। বুধবার দিন দিনহাটা শহরের সাহেবগঞ্জ এলাকার একটি মাঠে জনসভায় অংশগ্রহণ করেন তিনি। দিনহাটা বিধানসভা এর বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক, সিতাই বিধানসভার প্রার্থী কুমার রায়ের সমর্থনে তিনি সভা করেন। সভায় বক্তৃতা দেওয়ার সময় তৃণমূল কংগ্রেসকে কড়াভাবে সমালোচনা করেছেন তিনি। এছাড়া বিজেপির ইশতেহারের ব্যাপারেও তিনি বিশদে বলেন এই সভাতে। সভা শেষে কয়েকজন তৃণমূল কংগ্রেসের যুব নেতা বিজেপিতে যোগদান করেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন