টমেটোর ন্যায্য মুল্যের দাবিতে কৃষক বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ

 ন্যায্য মুল্যের দাবিতে রাস্তায় টমেটো ছড়িয়ে বিক্ষোভ কৃষকদের 



সজল দাশগুপ্ত , আলিপুরদুয়ার , ২৭ মার্চঃ  আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি থেকে শনিবার রাস্তার মধ্যে টমেটো ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন চাষিরা। চাষিরা অভিযোগ করেছেন টমেটো ফলনে তারা প্রচুর টাকা খরচা করছেন, অথচ বাজারে ন্যায্যমূল্য পাচ্ছেন না। তাই তারা শনিবার দিন সকালে রাস্তার মধ্যে টমেটো ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনার খবর পুলিশের কাছে পৌঁছালে ,  স্থানীয় পুলিশ স্টেশন থেকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং পুলিশের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি তুলে নেন স্থানীয় কৃষকরা।

মন্তব্যসমূহ