জম্মু কাশ্মীরে জঙ্গী হামলায় শহীদের কফিন বন্দী দেহ ফিরল জলপাইগুড়ির নিজের বাড়িতে

 জঙ্গী হামলায় শহীদ  জওয়ান  জগন্নাথ রায় জলপাইগুড়িতে বাড়ি ফিরলেন কফিনে 



  নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি ,৩১ মার্চঃ  জম্মু  কাশ্মীরে জঙ্গি হামলায় শহীদ হয়েছেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের পশ্চিম শালবাড়ি এলাকার বাসিন্দা সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়। গত ২৫ মার্চ জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় শহীদ হন তিনি।তাঁর মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।আজ সকালে তাঁর কফিনবন্দী দেহ বাগডোগরা বিমানবন্দরে এসে পৌছায়।সেখান থেকে ধূপগুড়ির বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁর দেহ।

মন্তব্যসমূহ