গুরুং পন্থী গোর্খা জনমুক্তি মোর্চার প্রথম প্রার্থী হিসেবে নরবু জী লামা মনোনয়ন পত্র জমা দিলেন

 

একে একে মনোনয়ন জমা দিচ্ছেন বিমল গুরুং পন্থী প্রার্থীরা 



নিজস্ব সংবাদদাতা , দার্জিলিং , ২৬ মার্চঃ পাহাড়ে বিমল গুরুঙ্গ এর দল গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী নরবু জী লামা আজ তার মনোনয়ন পত্র জমা দিলেন।আজ সকালে গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী নরবু জী লামা তার মনোনয়ন পত্র জমা দিলেন দার্জিলিং এ।আজ বিমল গুরুঙ্গ এর প্রথম প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন নরবু জী লামা।জানা গেছে পাহাড়ে নিজের কতৃত্য বজায় রাখতে মরিয়া গুরুঙ্গ গত সাতদিন ধরেই বিজেপীর বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছেন,গত কয়েক বছর ধরে বিজেপীকে সাহায্য করতে মরিয়া গুরুঙ্গ এবারে বিজেপীর বিরুদ্ধে লেগে গেছেন আদা জল খেয়ে,তাই এই নির্বাচনে পাহাড়ে তার কতৃত্বকে বজায় রাখতে যথেষ্ট মরিয়া বিমল গুরুঙ্গ।এর পরে আরো দুজন প্রার্থী পাহাড়ে নিজেদের মনোনয়ন পত্র জমা দেবেন বলে জানিয়েছেন বিমল গুরুঙ্গ।

মন্তব্যসমূহ