নিমতার তৃণমূলের হাতে নিগৃহীত বিজেপি কর্মীর মা মারা গেলেন , উত্তাল রাজ্য ও রাজনীতি

 

নিমতার সেই নিগৃহীতা ,  বিজেপি কর্মীর মা মারা গেলেন , রাজ্যের রাজনীতি উত্তাল এই ঘটনায়



 নিজস্ব সংবাদদাতা , নিমতা ও নন্দীগ্রাম , ২৯ মার্চঃ  ভোটের মধ্যেই রাজ্যের শাসক দলকে অস্বস্তিতে ফেলে দিল নিমতার ঘটনা। নিমতা তে আক্রান্ত বিজেপি কর্মী এর মায়ের মৃত্যু কে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল। সোমবার দিন নন্দীগ্রামের জনসভা তে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কর্মীর বৃদ্ধ মায়ের মৃত্যু এর জন্য সহমর্মিতা দেখান। তিনি নন্দীগ্রামে সভাতে বলেন বাংলার বুকে যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক। বাংলার বোন এর মৃত্যুতে তার হৃদয় ব্যথিত। এর পাশাপাশি তিনি অমিত শাহ কে কড়া ভাষায় সমালোচনা করেছেন। এই মৃত্যু প্রসঙ্গে অমিত সাহা টুইট করেছেন বাংলার আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। অমিত সাহাকে এই টুইট করার জন্য নন্দীগ্রামের সভা থেকে সোমবার দিন কড়া ভাষায় জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এখন রাজ্যের আইন শৃঙ্খলা নির্বাচন কমিশন দেখছে। বিজেপি কর্মীদের হাতে তৃণমূল কর্মীরা খুন হচ্ছেন, নির্বাচন কমিশন চুপচাপ বসে তা দেখছে। 



গত  ২৭ ফেব্রুয়ারি নিমতায় গোপাল মজুমদার নামে এক বিজেপি সমর্থকদের বাড়িতে ঢুকে তাকে এবং তার বৃদ্ধ মাকে মারধর করা হয়। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে , যদিও তৃণমূল থেকে জানানো হয়েছে , তাদের কর্মীরা এ ঘটনার সাথে যুক্ত নয়। ঘটনার পরে শুভেন্দু অধিকারী ও অর্জুন সিং গোপাল মজুমদারের বাড়ি যান, এবং তার মাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। সেখান থেকে ভালো হয়ে ফেরেন গোপাল বাবুর মা। কিন্তু হঠাৎ আবার অসুস্থ হয়ে গতকাল রবিবার দিন মারা যান তিনি। দ্বিতীয় দফার ভোটের আগে এই ঘটনা একটু হলেও তৃণমূল কংগ্রেসকে চাপে রাখবে। ( ছবিঃ সংগৃহীত) 

মন্তব্যসমূহ