মাদক পাচার কারীদের ধরিয়ে দেওয়ার জন্য বাস কর্মীদের সম্মানিত করল পুলিশ দেওয়া হল ‘গুড সিটিজেন অ্যাওয়ার্ড’
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ৩১ মার্চঃ গাঁজা পাচার আটকে দিয়েছেন বাস চালক এবং সহকারী দুই চালক।তাদের এই কাজের প্রশংসা জানিয়ে সম্মান জানালো শিলিগুড়ি থানার পুলিশ।প্রসঙ্গত, গত ২৬ মার্চ রাতে জলপাইমোড়ে পুলিশের নাকা চেকিং চলছিল।সেইসময় কোচবিহার থেকে শিলিগুড়ির দিকে আসা একটি বাসে তল্লাশি চালায় পুলিশ।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৮ কিলো ৫০০ গ্রাম গাঁজা।সেইসময় গাঁজা পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাস চালক এবং সহকারী দুই চালকের সহযোগিতায় তাদেরকে ধরতে সক্ষম হয় পুলিশ।গ্রেফতার হয় এক মহিলা সহ দুজন।
তাদের এমন কাজের প্রশংসা জানিয়ে ‘গুড সিটিজেন অ্যাওয়ার্ড’দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করে শিলিগুড়ি থানার আইসি সুদীপ চক্রবর্তী।সেইমত মঙ্গলবার রাতে শিলিগুড়ি থানায় বাস চালক দেবাশীষ দাস,সহকারী চালক বাদল বিষ্ণু এবং আবুবক্কর সিদ্দিকিকে গুড সিটিজেন অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন