দোল এর ময়দান এক করে দিল রাজনীতির নির্বাচনের ময়দানের লড়াইয়ের প্রতিপক্ষকে

 বসন্ত উৎসবে রাজনীতির রঙ মিলে মিশে একাকার 



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি,২৮ মার্চঃ রাজনীতিতে একে অপরের প্রতিপক্ষ। কিন্তু বসন্ত উৎসবে গিয়ে দু’জনে দেখা করলেন। আবির খেললেন। আবার হাতও মেলালেন। রবিবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় বসন্ত উৎসবের অনুষ্ঠানগুলিতে যান বিধানসভা নির্বাচনের প্রার্থীরা। এদিন দুপুরে শিলিগুড়ির দাগাপুরে একটি অনুষ্ঠানে দেখা হয় শিলিগুড়ির তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র ও বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের। সেখানে একে অপরকে দোলের শুভেচ্ছা জানান। আবার আবির লাগিয়ে দেন। অন্যান্য বিজেপি কর্মীরাও এদিন ওমপ্রকাশ মিশ্রকে আবির লাগান। তবে রাজনীতির মঞ্চে তাঁদের লড়াই। বাস্তবে সকলের মধ্যে সম্প্রীতি রাখা উচিত বলেই জানান দুই প্রার্থী। অন্যদিকে এদিন বসুন্ধরায় যান প্রার্থী অশোক ভট্টাচার্য ও গৌতম দেব। সেখানে সকলের সঙ্গে বসন্ত উৎসবে মাতেন তাঁরা। আবার তুলি হাতে নিয়ে ক্যানভাসে রঙ করেন। তবে নির্বাচনের সময়ে জনসংযোগ বাড়াতেই বিভিন্ন অনুষ্ঠানগুলিতে এদিন সকল প্রার্থীরা যান।



আজ শিলিগুড়িতে একটি সেচ্ছাসেবী সংস্থা অন্য আলোর ব্যাবস্থাপনায় আয়োজন করা হয়েছিলো দোল উৎসবের।উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের সকল কর্মীরা।সকাল থেকেই নানান রঙে সাজিয়ে তোলা হয় অন্য আলোর মঞ্চ।পর্যটনমন্ত্রী গৌতম দেব প্রথমে এসে শিশুদের সাথে রঙ খেলেন,এবং তারপরে সবার সঙ্গে রঙ খেলায় মেতে ওঠেন।পরে পর্যটনমন্ত্রী জানান ভোটের প্রচারের মাঝখানে এই দোলের আবেশ একটু অন্যরকম।তাই আজ সবার সাথে সবকিছু ভুলে দোল খেলায় মেতে উঠলাম।

মন্তব্যসমূহ