সফরে বাংলাদেশের মন জয় ভারতের প্রধানমন্ত্রীর, বঙ্গবন্ধুকে জন্ম শতবর্ষে শ্রদ্ধা গান্ধী শান্তি সম্মানে

জন্ম শতবর্ষে  বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কারে শ্রদ্ধা ভারতের , বাংলাদেশের মাটিতে শ্রদ্ধার্ঘ্য ভারতের প্রধান মন্ত্রীর 



 বিশেষ প্রতিনিধি , কলকাতা , ২৬ মার্চঃ  করোনা মহামারীর কারণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীর্ঘদিন আন্তর্জাতিক সফর স্থগিত রেখে ছিলেন। শুক্রবার দিন দুদিনের জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে গিয়েছেন। বাংলাদেশের শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ভারতীয় প্রধানমন্ত্রী কে অভিবাদন জানাতে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের পৌঁছে নরেন্দ্র মোদি ঘোষণা করেন ১২  লক্ষ করোনা টিকা বাংলাদেশকে উপহার স্বরূপ  দেওয়া হবে। এর আগেও বঙ্গবন্ধুর দেশকে কুড়ি লক্ষ করোনার টিকা দিয়েছিল ভারতবর্ষ। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এই দুটি অনুষ্ঠান যোগ দিতে বাংলাদেশের সফরে গিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।  এছাড়া তিস্তা চুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আজ একটি অনুষ্ঠানে বঙ্গ বন্ধু মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কারে শ্রদ্ধা জানানোর কথা বলেন দেশের প্রধান মন্ত্রী । ভারতের প্রধান মন্ত্রী এদিন বলেন বাংলাদেশের মুক্তি যুদ্ধে ইন্দিরা গান্ধীর অংশ গ্রহনের কথা শ্রদ্ধায় স্মরণ করেন । তিনি বলেন দুই দেশের মুক্তি যোদ্ধা শহিদের রক্ত বৃথা যাবে না। 

মন্তব্যসমূহ