রাজ্যে জুড়ে পালিত হচ্ছে বসন্ত উৎসব

 বেহালায়  "বসন্ত উৎসবে "মানুষ কে করোনা নিয়ে সতর্ক করলেন কলকাতা পুরসভার  বিরোধী নেত্রী শ্রীমতী রত্না রায়মজুমদার , শিলিগুড়িতে পুরসভার ওয়ার্ড কো-অর্ডিনেটর শ্রাবণী দত্ত 



সমীরণ দাস , কলকাতা: বেহালায় দোল পূর্ণিমা উপলক্ষে " বসন্ত উৎসব ১৪২৭" এর সূচনা মূহুর্তে মানুষ কে সতর্ক করলেন কলকাতা করপোরেশনের বিরোধী নেত্রী শ্রীমতী রত্না রায়মজুমদার।



  বেহালা কিশোর সংঘের বসন্ত উৎসবের প্রভাতফেরীর সূচনাতে করোনা অতিমারীর দ্বিতীয় পর্যায় থেকে সুস্থ থাকতে এবং সজাগ থাকতে আহ্বান জানান। শুরু হওয়া করোনা প্রতিরোধক ভ্যাকসিন প্রদানের  সম্পর্কে উপস্থিত সকলকে সচেতন করেন তিনি। এর পর বসন্ত উৎসবের প্রভাতফেরীতে পা মেলান।  



বসন্ত উৎসবে মাতল শিলিগুড়ি । শিলিগুড়ি পুরো নিগমের ১৪ নম্বর ওয়ার্ডে কোঅর্ডিনেটর শ্রাবণী দত্তর উদ্যোগে পালিত হল বসন্ত উৎসব। শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়া তে এই উৎসব পালন করা হয়।  ওয়ার্ডের নাগরিকেরা এই উৎসবে অংশগ্রহণ করেন। একে অপরকে রং দিয়ে  বসন্ত উৎসবে মেতে ওঠেন সবাই। এদিন এই উৎসবে এসে ওয়ার্ড কোঅর্ডিনেটর শ্রাবণী দত্ত সবাইকে করোনার দ্বিতীয় বার আসা নিয়ে সতর্ক করার পাশাপাশি , ভ্যাক্সিন নেবার বিসয়েও সচেতন করেন 

মন্তব্যসমূহ