বিজেপি'কে তৃণমূলের বি টীম আখ্যা দিয়ে , দল ছেড়ে নির্দল প্রার্থী ডাবগ্রামের বিজেপি নেতা
নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি,২৬ মার্চঃ শুক্রবার মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপি ছেড়ে আসা অলোক সেন।ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হচ্ছেন অলোক সেন। এদিকে আজ ফের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি’র বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন অলোক সেন।বলেন, ‘বিজেপিকে তৈরি করলাম এলাকায়।কিন্তু তৃণমূলের দালালরা ঢুকে দলটা নষ্ট করে দিল।এই কারণেই আমি নির্দল প্রার্থী হয়ে ডাবগ্রাম-ফুলবাড়িতে লড়াই করব।এখন বিজেপি তৃণমূলের বি টিমে পরিনত হয়েছে।আজ থেকে খেলা শুরু হল চলবে ১৭ এপ্রিল পর্যন্ত’। উল্লেখ্য, বিজেপি’র তরফে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল ছেড়ে আসা শিখা চ্যাটার্জিকে প্রার্থী করতেই ক্ষোভে ফেটে পড়েন অলোক সেন এবং তার অনুগামীরা।এরপরই সাংবাদিক বৈঠক করে অলোক বাবু জানিয়ে দেন দল ছাড়ছেন তিনি এবং নির্দল প্রার্থী হয়ে দাড়াচ্ছেন ভোটে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন