বৃদ্ধা পরিচারিকার অস্বাভাবিক মৃত্যু , চুরি গয়না ও নগদ , তদন্তে পুলিশ

 বৃদ্ধার  অস্বাভাবিক মৃত্যু , লক্ষাধিক টাকার গয়না চুরিকে ঘিরে চাঞ্চল্য শিলিগুড়িতে 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৮ মার্চঃ শিলিগুড়ির এসপি মুখার্জি রোডে অস্বাভাবিক মৃত্যু এক বৃদ্ধার।ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।মৃতার নাম অনিতা দাস(৬০)।

জানা গিয়েছে, গত ১০ বছর ধরে খালপাড়ায় নরেশ আগরওয়াল এর বাড়িতে পরিচারিকার কাজ করত ওই বৃদ্ধা।গত দুদিন ধরে বাড়ির সদস্যরা বাইরে গিয়েছিলেন।যে কারণে বৃদ্ধা বাড়িতে একাই ছিলেন।এরপর আজ সকালে নরেশ আগরওয়াল এর বোন বাড়িতে এসে দেখতে পান ঘরের দরজা খোলা অবস্থায় রয়েছে।এরপর ঘরে ঢুকতেই নজরে আসে বৃদ্ধা অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে রয়েছে এবং ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে।এই বিষয়ে নরেশ আগরওয়াল জানান, সোনার গয়না ও নগদ টাকা সহ প্রায় কয়েক লক্ষাধিক টাকার চুরি হয়েছে।

এরপরই ঘটনায় খবর দেওয়া হয় ৯ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর প্রদীপ গোয়েলকে।তিনি বিষয়টি শিলিগুড়ি থানাতে জানান।

মন্তব্যসমূহ